জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এালাকা হতে পাঁচটি ককটেল বোমা, দুইটি রাম দা ও দু’টি চাপাতিসহ মোঃ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) এবং তার স্ত্রী পারভিন সুলতানা তিতলী (২৮) গ্রেফতার হয়েছে। নৌ বাহিনি ও সেনা বাহিনির যৌথ অভিযানে রোববার ভোররাতে তারা গ্রেফতার হয়েছে। সন্ত্রাসী পলাশের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, মাদক, জাল-জালিয়াতি ও চুরির অভিযোগে খুলনা সদর,সোনাডাঙ্গা, হরিনটানা ও লবনচরা থানায় ১৭ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যৌথ অভিযান পরিচালনাকারীদের সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা এবং নৌ সদস্যদের টিম মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য গভীর রাতে গোবরচাকা এলাকায় অভিযান পরিচালনা করেন। প্রথম প্রহর সাড়ে ১২ টার দিকে সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয়ভাবে লিপ্ত থাকার অভিযোগে পলাশ ও তিতলীকে আটক করা হয়। এরপর পলাশের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ী তল্লাশি করে ওই বিস্ফোরক দ্রব্য সমূহ এবং ধাঁরালো অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে গ্রেফতার দু’ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও অস্ত্র আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম চলছিল এবং উদ্ধার হওয়া ককটেল বোমাগুলো নিষ্কৃয় করার অপেক্ষায় ছিল। সোনাডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাওলাদার সানওয়ার হোসেন ম্সাুম দৈনিক জন্মভূমিকে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার হওয়া পলাশের বিরুদ্ধে চার থানায় দায়ের হওয়া ১৭ টি মামলায় সে জামিনে আছে।