
জন্মভূমি রিপোর্ট : খুলনার ৬ আসনে মঙ্গলবার মনোনয়ন ফর্ম কিনেছেন ১৭ জন প্রার্থী। এ নিয়ে মোট মনোয়নয়ন ফর্ম কিনলেন ৩৮ প্রার্থী। জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্রে জানা যায়, খুলনায় মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন কিনেছেন মোট ৩৭ জন প্রার্থী। এর মধ্যে খুলনা-১ আসনে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল, জাকের পার্টির মো: আজিজুর রহমান, তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামানিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবেদ আলী ও প্রশান্ত কুমার রায়।
খুলনা-২ আসনে আওয়ামী লীগের সেখ সালাহউদ্দিন জুয়েল, জাকের পার্টির ফরিদা পারভীন ও গণতন্ত্র পার্টির মো: মতিয়ার রহমান। খুলনা-৩ আসনে আওয়ামী লীগের এস এম কামাল হোসেন, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ ফারুক হাসান। খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মূর্শেদী, ইসলামী ঐক্য জোটের রিয়াজ উদ্দীন খান, জাকের পার্টির শেখ আনছার আলী, জাতীয় পার্টির মো: ফরহাদ আহমেদ, এনপিপি’র মো: মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বিএনএম পার্টির এস এম আজমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: জুয়েল রানা, এম ডি এহসানুল হক, এইচ এম রওশান জামির, আতিকুর রহমান, মো: রেজভী আলম ও এস এম মোর্ত্তজা রশিদী দারা। খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, আওয়ামী লীগের মো: সাইফুল ইসলাম, জাকের পার্টির সামাদ শেখ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশীষ কুমার কর্মকার ও শেখ আকরাম হোসেন মনোনয়ন কিনেছেন।
খুলনা-৬ আওয়ামী লীগ মো: রশীদুজ্জামান, এনপিপি মো: আবু সুফিয়ান, জাতীয় কংগ্রেস মির্জা গোলাম আজম, জাতীয় পার্টি মো: শফিকুল ইসলাম মধু, জাকের পার্টি শেখ মর্তুজা আল মামুন, স্বতন্ত্র এস এম রাজু, এস এম নেওয়াজ, জিএম মাহবুবুল আলম।