
জন্মভূমি রিপোর্ট : খুলনায় ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় নগরীর খানজাহান আলী রোডস্থ জাতি সংঘ পার্কের সামনে দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এবং গুমের শিকার ব্যক্তির পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ খুলনা ইউনিট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সভায় সভাপতিত¦ সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহাম্মদ নূরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু। কর্মসূচিতে ২০১৭ সালে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে দু’ চোঁখ হারানো যুবক মো. শাহজালাল ও তার পরিবারের সদস্যরা এবং ডিজিটাল নিরাপত্তা আইন ও বিলুপ্ত আইসিটি এ্যাক্টের মামলার শিকার কয়েকজন গণমাধ্যম কর্মী এবং নির্যাতনের শিকার পাটকল শ্রমিক নেতা অংশ নেন।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার নেই। নেই বাক স্বাধীনতাও। রক্ষকরাই সংবিধান লঙ্ঘণ করছে। আইন-শৃংখলা বাহিনী আইন লঙ্ঘণ করলেও বিচার হচ্ছে না তাদের। যদিও নির্যাতনের দায়ে আজ যারা নিন্দিত হওয়ার পরিবর্তে নন্দিত হচ্ছেন- এমন একদিন আসবে তারাই নিন্দিত হবেন। সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের।
সভায় বক্তৃতা করেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক মুনীর চৌধূরী সোহেল, সমাজকর্মী শেখ আব্দুল হালিম, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ, খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, বৃহত্তর আমরা খুলনাবাসী’র সাধারণ সম্পাদক এসএম মাহাবুবুর রহমান খোকন, পুলিশ কর্তৃক গুম ও নির্যাতনের শিকার পাটকল রক্ষা আন্দোলনের নেতা মো. অলিয়ার রহমান শেখ, পুলিশের হাতে নির্যাতনের শিকার মো. শাহজালাল, তার স্ত্রী রাহিলা বেগম, গুমের শিকার সাতক্ষীরার ডা. মোখলেসুর রহমান জনি’র স্বজন নাসিমা বেগম, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, এম এ আজিম, হাফেজ মো. কামরুজ্জামান, মো. জামাল হোসেন, মো. মনিরুল ইসলাম ও ছাত্রনেতা মো. আশিকুর রহমান প্রমুখ।