
জন্মভূমি রিপোর্ট : নগরীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে এ ঘটনাটি ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নিহত যুবক ময়লাপোতা মোড়ের আগে রাস্তা পার হতে যাচ্ছিলেন। এমন সময় একটি পরিবহনের চাকার নিচে ওই যুবক পিষ্ঠ হন। পরিবহনের চাকাটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত ব্যক্তির পরনে টিয়া রংয়ের শার্ট ও হালকা কালারের জিন্স প্যান্ট ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।