জন্মভূমি রিপোর্ট : শুক্রবার দুপুর দুইটার কিছু পরেই যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। ঝিরি-ঝিরি বৃষ্টির সাথে শুরু হয়েছিল মেঘের গর্জন। কিছুক্ষণ পরেই মুষলধারে বর্ষণ আরম্ভ হয়। এরপর থেমে-থেমে কখনও গুড়ি-গুড়ি, আবার কখনও মাঝারি মানের বৃষ্টিপাত হয়েছে।
খুলনা আবহাওয়া অফিস বলছে, হঠাৎ করে বজ্র মেঘের সৃষ্টি হওয়ায় এমন বর্ষণ হয়েছে। প্রকৃতি থেকে বর্ষাকাল বিদায় নেওয়ার পর এমন পরিস্থিতিতি মাঝে-মধ্যে সৃষ্টি হয়।
আজ শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যার ধরণ ছিল মাঝারি মানের। এরকম আবহাওয়া পরিস্থিতি আরও দুই-একদিন বলবৎ থাকতে পারে বলে খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল অঅজাদ জানিয়েছেন।
তিনি বলেন, আগামীকাল শনিবার সকাল ৬ টায় সূর্যদয় এবং সন্ধ্যা ৬ টায় সূর্যাস্ত যাবার পূর্বাভাস রয়েছে। চলতি মাসের শেষের দিকে বঙ্গপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, ঘূর্ণিঝড় হওয়ারও শঙ্কা রয়েছে। তখন আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনায় হঠাৎ বজ্র মেঘের কারণে বৃষ্টিপাত
Leave a comment