আজ ৪ মার্চ নগরীর রয়েল মোড়ে আন্তর্জাতিক কসমেটিকস ব্র্যান্ড ‘হারল্যান’- এর ব্র্যান্ড শো উদ্বোধন করলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন এই শোরুম মানসম্মত অথেনটিক প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করবে, একই সাথে ক্রেতাদের অনুরোধ জানান হারল্যানের পণ্য ব্যবহার করতে।
প্রতিষ্ঠানটির মালিক মহিদুল ইসলাম জানান, বিশ্বখ্যাত কসমেটিক্স হারল্যানের ব্র্যান্ড শো রুমে যে কেউই পাবে তার কাঙ্খিত কসমেটিক পণ্য।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন, হারল্যান কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, খুলনার বিভিন্ন ব্যবসায়ী ও অন্যান্য ব্যক্তিত্ব।
হারল্যান সংশ্লিষ্টরা জানান, মানসম্মত অথেনটিক কসমেটিকস পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব ‘হারল্যান স্টোর’চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্য-প্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদা পূরণ করবে।
এসব স্টোরে রয়েছে একদম ফ্রি-তে স্কিন এনালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরনের কসমেটিকস প্রয়োজন সহজেই তা জানতে পারবেন।
ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি।
হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলির অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এই স্টোরে। ‘ব্লেইজ ও স্কিন’এর শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ছাড়াও রয়েছে ‘লিলি’ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেসওয়াশ। সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সি, ই, বি৩, স্যালিসাইলিক এসিড ইত্যাদি ব্যবহার করা হয় যা ত্বক সমস্যা সমাধানে অনেক কার্যকর।