
মোঃ এজাজ আলী : গ্রীষ্মের প্রধান মৌসুমী ফল আম বেশ আগে ভাগেই নগরীর বাজারে আসতে শুরু করেছে। সাতক্ষীরার গোবিন্দভোগ ও গোপালভোগ আম খুলনার বাজারে ছেঁয়ে গেছে। তবে দাম একটু চড়া। গত শনিবার নগরীর ডাকবাংলা মোড়ে দেখা মেলে এই আমের। দেখতে লালও রসে ভরপুর। আর ক্রেতারা বলছেন দাম একটু বেশি। নগড়রীর ডাকবাংলা মোড়ে উঠানো হয়েছে সাতক্ষীরার গোবিন্দভোগ ও গোপালভোগ আম। এছাড়া ভ্যানে করে হাকডাক দিয়ে বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। ব্যবসায়ীরা জানিয়েছেন এবার বেশি দামে আম কিনতে হয়েছে। মৌসুমী ফল আম বাজারে নতুন আসায় ব্যবসায়ীরা প্রতি কেজি আম ৮০ টাকায় বিক্রি করছেন।
ডাকবাংলা মোড়ের ব্যবসায়ী মোঃ আল আমিন শেখ বলেন, এ দু’জাতের আম সাতক্ষীরার পাটকেলঘাটা, তালা ও মির্জা বাড়ি থেকে খুলনার পাইকারি কাঁচা বাজারে আমদানি করা হয়। আম বিক্রিতে বেশ সাড়া পেয়েছেন। সকালে দেড় মণ আম ক্রয় করেছেন। সেখান থেকে ৩০ কেজি আম বিক্রি হয়েছে। পাইকারি বাজারে আমের দাম বেশি হওয়ায় সেখান থেকে ১৮০ টাকা কেজি দরে আম কিনতে হয়েছে। একই স্থানের ব্যবসায়ী মোঃ হীরক বলেন, দু’জাতের আম গত দুদিন ধরে বাজারে আসতে শুরু করেছে। নতুন মৌসুমী ফল আম ওঠায় তিনিও অন্যান্য ব্যবসায়ীদের মতো আম দোকানে উঠিয়েছেন। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তিনিও ওই দামে আম ক্রয় করেছেন। তবে ফলের সরবরাহ বেশি হলে দাম কমতে পারে। বয়রা মোড়ে ভ্রাম্যমাণ বিক্রেতা রিয়াজ বলেন, গত ৫ দিন ধরে বিভিন্ন এলাকা ঘুরে আম বিক্রি করছেন। ব্যাপক সাড়া পাওয়ায় এ পর্যন্ত তিনি পাঁচ মণ আম বিক্রি করেছেন। তবে এবার আমের দাম গতবারের তুলনায় অনেক বেশি বলে তিনি অকপটে স্বীকার করেন। ডাকবাংলা মোড়ে ক্রেতা রসুল বলেন, অফিসে জুরুরী কাজ ছিল। ফেরার পথে আম দেখে লোভ সামলাতে পারলাম না। দাম শুনে প্রথমে চক্ষু চড়কগাছ। অনেক দামাদামি করে এক কেজি আম ১১০ টাকায় কিনে ফেললাম। আমের প্রতি তার দূর্বলতা একটু বেশি। বড় বাজারের পাইকারি আড়ৎ মালিক সমিতির সেক্রেটারী রেজাউল হায়দার বলেন, বাজারে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো খুলনা ট্রাক টার্মিনাল বাজার থেকে এনে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এদিকে ভ্রাম্যমাণ ভ্যান গাড়ীতে নগরীর ডাকবাংলা, সিমেট্রি রোড, হেলাতলা, বড় বাজার এলাকায় গতকাল ( মঙ্গলবার) সরেজমিনে ঘুরে দেখা গেছে, হিমসাগর, গোপালভোগ বিক্রি করছেন ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। রাসেল নামের এক ক্রেতা জন্মভূমিকে বলেন, এবার মৌসুমী ফল আম অনেক আগে ভাগেই এসেছে তবে দাম তুলনামূলক কম। তবে দেখে শুনে কিনলে ভালো আম কেনা যায়। পুরোপুরি মিষ্টি না হলেও টক-মিষ্টি স্বাদের আম। খেতে একেবারে খারাপ লাগে না। তাই দুই কেজি আম কিনে ফেললাম ১৩০- টাকায়। শরিফুল নামে এক ভ্রাম্যমাণ আম বিেিক্রতা জানান, আরো ভালো জাতের আম সামনের সময়ে বাজারে উঠবে।