
জন্মভূমি রিপোর্ট : নগরীর ‘শিববাড়ী’ মোড়সহ দুটি মোড়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। এর আগে শিববাড়ী মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ ও বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (শেরে বাংলা রোড ও কেডিএ অ্যাভিনিউয়ের সংযোগ স্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। রোববার (৩০ এপ্রিল) সকাল ১১টায় কেসিসির ১৯তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত উত্থাপন করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার খুলনা সিটি কর্পোরেশনের সাধারণ সভায় নগরীর ‘শিববাড়ী মোড়ের’ নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ এবং বর্তমান ‘বঙ্গবন্ধু চত্বরের’ নাম পরিবর্তন করে ‘শহীদ শেখ আবু নাসের চত্বর’ নামকরণের এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। ১৪ টি এজেন্ডার মধ্যে ৫ নম্বরে ছিল এটি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এদিকে শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নাগরিক সংগঠনের নেতারা। তারা বলেন, ঐতিহ্য ক্ষুণ্ণ করে নাম পরিবর্তন সঠিক হবে না। এর আগে একটি পক্ষ শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে বাবরি চত্বর করার দাবি জানিয়েছিল। কিন্তু সে সময় সকলের বিরোধীতায় তা পণ্ড হয়ে যায়।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেক শিববাড়ী মোড়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ শিববাড়ী মোড়ে খুলনাবাসীর ঐতিহ্য ও অনুভূতিতে মিশে আছে। তবে বঙ্গবন্ধুর নামে নগরীর গুরুত্বপূর্ণ কোনো সড়কের নামকরণ করা উচিত। তাতে কোনো বিতর্ক হবে না।
সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সভাপতি হুমায়ুন কবীর ববি বলেন, নগরীর শিববাড়ী মোড়ের নামটি ইতিহাস বিজড়িত ও ঐতিহ্যবাহী। এই নামটি পরিবর্তন করা ঠিক হবে না। নগরীর রয়েলের মোড় থেকে শিববাড়ী মোড় পর্যন্ত সড়কটির নাম কেডিএ অ্যাভিনিউ থেকে পরিবর্তন করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ করা যেতে পারে।
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ঐতিহ্যবাহী শিববাড়ী মোড়সহ দুটি মোড়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। কাল (রোববার) মিটিংয়ে গিয়ে প্রথমেই এটি বাতিল করব এবং দেখব কে বা কারা এজেন্ডায় এটি ঢুকিয়েছে।