
জন্মভূমি রিপোর্ট : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খেলাধুলার প্রসার সামাজিক অবক্ষয় দূর করে। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অনেক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কারণে দেশে খেলাধুলার প্রসার ঘটাতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সিটি মেয়র শুক্রবার বিকেলে নগরীর জিন্নাপাড়া বাজারে আয়োজিত মাইসিটি ফ্রিল্যান্স ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় এটলাস যুব সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীতে খেলাধুলার বিকাশে আন্তরিক। ৩১নং ওয়ার্ডের উন্নয়নে অর্ধশত প্রকল্প বাস্তবায়নের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন প্রকল্পগুলি সমাপ্ত হলে ওয়ার্ডবাসীর সংকট হ্রাস পাবে। প্রয়োজনীয় জমি পাওয়া গেলে খেলাধুলা চর্চার সুবিধার্থে একটি মাঠও নির্মাণ করা হবে বলে সিটি মেয়র জানান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. মো: সাইফুল ইসলাম, লবণচরা থানার ওসি এনামুল হক, জিয়াউল ইসলাম মন্টু, সংরক্ষিত কাউন্সিলর রেকসনা কালাম লিলি ও রোটা: জি এম নাসির উল্লাহ। সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম তালুকদার এবং স্বাগত বক্তৃতা করেন নেতা এনামুল কবির। এটলাস যুব সংঘের সভাপতি আজিজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র ক্রিকেট টুর্ণামেন্টের বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।