হুমায়ুন কবির, কুষ্টিয়া : ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত নারী শিক্ষার অগ্রদূত কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাসুদ পারভেজ সোহাগ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর মাধ্যমিক শাখার এক উপ-সচিব এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মাসুদ পারভেজ সোহাগ শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মরহুম শফিউদ্দিন তালুকদারের বড় ছেলে। এক একর ৫৪ শতাংশ জমির মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী দানবিদ শফিউদ্দিন তালুকদার এর জমির পরিমাণই বেশি বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু।
শোমসপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব আহসান নবাব তিনি তার ফেসবুক কমেন্টে বলেছেন, সেই সময়ে শফিউদ্দিন তালুকদারের সাথে তিনি নিজেও সহযোদ্ধা হিসাবে এই বিদ্যালয় এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তারই সুযোগ্য সন্তান মাসুদ পারভেজ সোহাগ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক) সভাপতি নিয়োগে হওয়ায় তাকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন।
এদিকে বেশ কিছুদিন পরে বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি নিয়োগ হওয়ায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল জামান বিল্লু।