হুমায়ুন কবির, খোকসা : শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা করুন। তোমাদের শরীর মন মগজ যদি সঠিক থাকে তাহলে ক্লাসের পাঠদানের মনোযোগী আরো বৃদ্ধি পাবে। বেশি বেশি বইয়ের সাথে বন্ধুত্ব গড়ে তুলবা। তাহলে তোমাদের জ্ঞানের দরজা প্রসারিত হবে। শিক্ষাঙ্গনের পরিবেশ কে রক্ষা করতে তোমাদের নৈতিক ও পারিপার্শ্বিক শিক্ষায় পারদর্শী হতে হবে। তাহলে তোমাদের পরিবার ও সমাজ তথা দেশ উন্নতি হবে।
কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় কলেজ অধ্যক্ষ শিশির কুমার রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এভাবেই বলছিলেন।
বুধবার সকাল এগারোটার সময় সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সংস্কৃতি ও সাহিত্য বিষয় আহ্বায় বাংলা প্রভাষক ওয়াজেদ বাঙালি ও কলেজ বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায় ভূগোল বিভাগের প্রভাষক নজরুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত শুরু হওয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২৫ ও ২৬ তারিখে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৭ টি ইভেন্টের বিজয় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ শিশির কুমার রায়।
কলেজের শতাধিক ক্রীড়া শিক্ষকদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতায় এবারও শান্তিপূর্ণভাবে শেষ করায় সকল শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়া শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন মিলন আয়তনে।

