
খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা একজনকে কুপিয়ে ও গুলি করে গুরুতরভাবে আহত করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওসমানপুর ইউনিয়নের ওয়াজেদ মেম্বারের ছেলে মোহাম্মদ পাপ্পু (৩৫) বুধবার বিকেলে দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং পরে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা পাপ্পুকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনার পরপরই খোকসা থানার নবাগত পুলিশ পরিদর্শক মো. মোতালেব হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ পরিদর্শক মোতালেব হোসেন জানান, “প্রতিপক্ষের হামলায় পাপ্পু নামে একজন কুপিয়ে ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে, এবং হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

