
কুষ্টিয়া প্রতিনিধি: রূপক গল্প ২০৪১ দারিদ্র দুই বছরের ক্ষুদ্র সঞ্চয় যোজন প্রকল্প ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিআরডিবি হলরুমে দুই দিনের পশু ও হাঁস-মুরগি প্রশিক্ষণের শুভ উদ্বোধন বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আত্ম সামাজিক উন্নয়নে বিআরডিবি ফাউন্ডেশনের সুবিধাভোগী সদস্যদের আয়বাধ্য মূলক কার্যক্রম ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধ করনের প্রশিক্ষণে উপ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জন কৃষক কৃষাণীকে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
খোকসা উপজেলার বিআরডিবি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চল বিআরডিপি এর ডিজিএম পলাশ চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন খোকসা কুষ্টিয়া উপজেলা ব্যবস্থাপক মোঃ শাকিল রায়হান।
গবাদি পশু পালন ও হাঁস-মুরগী ব্যবস্থাপনা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা ভেটেনারি সার্জেন মোঃ জাকির হোসেন।
উপজেলার দরিদ্র ও প্রান্তিক কৃষকরা গবাদি পশু ও হাঁস মুরগি পালনে উপকৃত হবে বলে অভিমত প্রকাশ করলেন পল্লী দারিদ্র্য বিমোচনের কর্মকর্তা।