কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় শ্বশুরবাড়িতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। হত্যা না আত্মহত্যা বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে। তবে অভিযোগে জানা গেছে শাশুড়ির প্রতি অভিমান করে পুত্রবধূর ইতি খাতুন আত্মহত্যা করেছে বলে সংবাদে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৭ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামের। মৃত ইতি খাতুন (২২) মাসিলিয়া গ্রামের রহিম শেখের স্ত্রী। সে এক কন্যা সন্তানের জননী বলেও জানা গেছে।
মৃত্য ইতি খাতুন এর বাবা পার্শ্ববর্তী মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের ইউনুস পরামানিক জানান, পারিবারিকভাবে গত চার বছর আগে মাসিলিয়া গ্রামের রহিম শেখের সাথে তার মেয়ের বিবাহ হয়। বিয়ের পর থেকেই পারিবারিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে আসছিল।
মৃত ইতি খাতুনের চাচা আব্দুর জব্বার মোল্লা জানান, সদ্য পৃথক হওয়া গত তিন দিন আগে শাশুড়ির সাথে নতুন ধান ঘরে তোলা কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মাঝে বাক-বিতঙ্কয়া ও ঝগড়া হয়। তারই সূত্র ধরে সোমবার সকাল সাতটার সময় নিজ ঘরের ডাপের সাথে লায়লনের দড়িঁ দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চাচার দাবি তার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয় এ ব্যাপারে থানায় মামলা করবেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসিলিয়া গ্রামের আব্দুর রহিম শেখের বাড়ি থেকে তার স্ত্রী ইতি খাতুন কে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাস উদ্ধার করেন খোকসা থানার এস আই চাঁদ আলী।
এ ব্যাপারে খোকসা থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাস পোস্টমটমে পাঠাবার জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করা হয়েছে।
খোকসায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু
Leave a comment