কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অফিস থেকে বিনামূল্যে ১ হাজার ৭২০ জন কৃষকরা বোরো ধানের হাইব্রিড ও ইফশী জাতের বীজ ও সার পেয়েছেন।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উক্ত বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমাল হোসেন মন্ডল, জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু।
কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাবুল আখতার বলেন, একসময় খাদ্যের জন্য আমাদেরকে বিদেশে থেকে প্রচুর টাকা বিনিময়ে খাদ্য ক্রয় করতে হতো। এখন সেই দেশেই প্রায় ১৭ কোটি লোক বসবাস করে। সেখানে আমাদের চাউল কিনতে হয় না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীকতা ও কৃষি ক্ষেত্রে কৃষি বিজ্ঞানীদের ও কৃষকদের সঠিকভাবে মূল্যায়িত করায় কৃষিতে আমল পরিবর্তন ও সমৃদ্ধি আশায় খাদ্যের সম্পূর্ণতা অর্জন করেছি আমরা।
বর্তমানে স্বল্প পরিসরে জায়গাও বিজ্ঞানের জয়যাত্রার হাইব্রিড বিভিন্ন জাতের ধানের বীজ বপন করে অতিরিক্ত ফসল কৃষক ঘরে তুলছে। কারণ আমার দেশের কৃষকরা সবচেয়ে বড় বিজ্ঞানী তাদের উদ্ভাবনই ও কৃষি সমৃদ্ধি করনের কৃষিতে আমাদের মূল চালিকা শক্তি।
অনুষ্ঠানের সভাপতিের বক্তৃতায় রিপন বিশ্বাস বলেন, আমার দেশের কৃষকরা সোনার ফসল ফলায়, কৃষকরায় হলো প্রকৃত বিজ্ঞানী, আর কৃষকদের উপর ভর করে দেশের সমৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জন হচ্ছে। আর সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষিতে প্রচুর পরিমাণে ভর্তুকি দিয়েছেন। এবছরও খোকসা উপজেলায় বোরো ধানের আবাদের জন্য ১ হাজার ৭২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত হাইব্রিড ও উকশি ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
গোপগ্রাম ইউনিয়নের কৃষক রেজাউল হায়দার বললেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে বিভিন্ন ধান চাষ সহ অন্যান্য ফসলের প্রশিক্ষণ নিয়েছি। বিনামূল্যের সার ও বীজ পেয়েছি। আবহাওয়া ভালো থাকলে এবারও বাম্পার ফলন হবে আমার জমিতে।
অনুরূপ ওসমানপুর ইউনিয়নের কৃষক রঞ্জন ভৌমিক বললেন, বিনামূল্যে সার ও বীজ পেয়ে দুই বিঘা জমি আবাদ করব। আশা করি ভালো ফলন পাব।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহার সার্বিক সঞ্চালনে তিনি বললেন কৃষিতে এরকম সাফল্য আশায় বর্তমান সরকারের জিডিপির প্রভৃতি বৃদ্ধি পাওয়াই আগামীতে উন্নত সমৃদ্ধ ও খাদ্য ভান্ডার সম্মিলিত দেশ গর্ব বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।