
কুষ্টিয়া প্রতিনিধি: খোকসা উপজেলা যুব অফিসের উদ্যোগে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজের যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাড়ে ১১ টায় শোমসপুরে আলাউদ্দিন আহমেদ কিন্ডারগার্টেন বিদ্যালয়ে কুষ্টিয়া জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো: মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলম তসরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবি আক্তার উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাস্টার ট্রেনার সহ যুব উন্নয়নের অন্যান্য কর্মকর্তাগণ।
সমষপুর ইউনিয়নের ৩০ জন যুবক ও যুবতী মহিলারা উক্ত জনসচেতনামূলক দিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন।
এ সময় বলেন জঙ্গিবাদ সন্ত্রাসবাদক ও বাল্যবিবাহ কখনো সমাজের ভালো কিছু বয়ে আনে না। আর এজন্যই যুব সমাজকে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারলেই দেশের প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।
ক্রমবর্ধমান দেশের চাহিদা পূরণে যুবসমাজের অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন আসুন আমাদের নিজেদের সমর্থকতাপ যার যার অবস্থানে প্রত্যেকেই নিজ নিজ করবে আত্মনিয়া করি। এতেকরে একদিকে যেমন নিজে স্বাবলম্বী হব, অপরদিকে দেশ ও জাতির কল্যাণ বৃদ্ধি পাবে।
উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত এই জনসচেতনামূলক কর্মশালায় স্থানীয় যুবকরা অনুপ্রাণিত হবে বলে যুব অফিসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।