
বাগেরহাট অফিস : কচুয়া উপজেলার ১নং গজালিয়া ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকার ১০টায় গজালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এস এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সচীব রতন কুমার পালের সঞ্চালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য অহিদা বেগম, মুন্না আক্তার, রিনা বেগম, সদস্য এবাদুল শেখ, রুহুল আনি শেখ, মিজানুর রহমান বকুল, আ: কাইয়ুম শিকদার, মাহফুজুর রহমান, মহসিন শেখ দুলু, আ: গাউছ শেখ, মো: আতিয়ার রহমান, মো: মহসিন মোল্লাসহ ইউনিয়নের শিক্ষক, ছাত্র, যুবক, ধর্মীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় ২০২৩-২৪ অর্থ বছরের খাত ওয়ারী নীতিমালার আলোকে রাজস্ব খাতে ১১ লাখ ৯২ হাজার টাকা আয় খোনো হয়েছে এবং ব্যায় দেখানো হয়েছে ১১ লাখ ৭৪ হাজার ৬শ’ টাকা। উদ্বৃত্ত ১৭ হাজার ৪শ’ টাকাসহ উন্নয়ন খাতে সর্বমোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ১৩৯ টাকা এবং ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ৮২৭ টাকা। উদ্বৃত্ত দেখানো হযেছে ২৮ হাজার ৩১২ টাকা। সভায় বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং বন্ধে সর্ব সম্মত্তিক্রমে সিদ্বান্ত গ্রহণ করা হয়। উক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিসহ উপজেলা পরিষদ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।