তালা প্রতিনিধি : তালা উপজেলায় উৎপাদন খরচের তুলনায় মুনাফা কম হওয়ায় কৃষকরা গম চাষের প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছে। যে কারণে গম চাষ হুমকির মুখে পড়েছে। কৃষকদের মতে, গম চাষের চেয়ে অন্য ফসল তুলনামূলক বেশি লাভজনক। সে জন্য গমের পরিবর্তে অন্য ফসল চাষ করছেন তারা ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২ সালে অত্র উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ১৭৫ হেক্টর জমিতে কিন্তু আবাদ হয়েছিল ১৫৫ হেক্টর জমি। সে কারণে এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫৫ হেক্টর জমিতে। এ বছরেও লক্ষমাত্রা পূরণ হয়নি বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, তালা উপজেলায় চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন অঞ্চলে গমে চাষ ক্রমাগতভাবে কমে যাচ্ছে। মাটি আবহাওয়া উপযোগী থাকায় ও উৎপাদন বৃদ্ধি হলেও গম চাষের প্রতি কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। যে কারণে গম চাষ হুমকির মুখে পড়েছে।
আগোলঝাড়া গ্রামের কৃষক মো: হালিম বিশ্বাসের রবি ২০২২-২৩ মৌসুমের একটি প্রদর্শনী প্লট দেখা গেছে। এই প্রদর্শনী প্লট এ বারী ৩৩ জাতের গমের চাষ করা হয়েছে। কিন্তু ইঁদুরের উপদ্রব বেড়ে চলেছে। তাছাড়াা উৎপাদন খরচের তুলনায় মুনাফা কম হওয়ায় তার মতো অনেক কৃষক গম চাষে আগ্রহ হারাচ্ছেন।
তবে আরেক কৃষক মো: হাবিবুর রহমান জানান, তিনি সরকারি সহযোগিতা ১৫ শতক জমিতে গম চাষ করেছেন। জমিতে এসে ফসল দেখলে মনটা জুড়িয়ে যায়। অত্র এলাকায় কাঞ্চন,অতবর, অগ্রণী,প্রতিভা, সৌরভ জাতের গম চাষ করা হয়ে থাকে। সরকারি সহযোগিতা পেলে আগামী বছরে আরো বেশি জমিতে গমের চাষ করবেন বলে জানান তিনি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, প্রদর্শনী প্লট করে কিছু কিছু চাষিদের সার ও গমের বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে। তাছাড়া এ বছরে গম চাষের উপর কৃষকের প্রশিক্ষণ প্রদান করেছেন, সরকারি সকল সুযোগ-সুবিধা, সহায়তা কৃষকদের মাঝে প্রদান করা হবে।