ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিনপাড়ায় গলায় ফাঁস দেয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাহিদ সিকদার (২২) তিনি গিলাতলা দক্ষিনপাড়ার নুর আলম সিকদারের পুত্র। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।ময়নাতদন্তের জন্য তার মরদেহ বৃহস্পতিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন , ‘খবর পেয়ে গিলাতলা দক্ষিনপাড়া হালিম খানের মোড় সলগ্ন নিজ বাসা থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে পাঠানো হয়।’ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায়, ওই যুবক অজ্ঞাত কোনো কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’নাহিদের ভগ্নিপতি কিবরিয়া জানান, দুপুরে তাকে ভাত খাওয়ার জন্য আমি ডাক দেই, তখন ঘরের ভিতর থেকে কোন সাড়াশব্দ পাইনি আমি ভেবেছি সে ঘুমিয়ে আছে। বিকাল সাড়ে ৪ টার সময় নাহিদ আমাকে অনলাইনে ফোন দেয় , তখন আমি ঠিক পাইনি , এর পর প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারি সে গলায় ফাঁস দিয়েছে। এলাকাবাসি জানান নাহিদের পিতা নুর আলম সিকদার এবং মাতা ভারতে থাকেন। বিকাল সাড়ে ৫ টার সময় রুমের জানালা দিয়ে দেখা যায় গলায় গামছা পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে পরে স্থানিয়রা পৌণে ৬ টার সময় দরজা ভেঙ্গে তাকে ঝুলানো অবস্থায় থেকে নামিয়ে পুলিশ কে খবর দেয়। খানজাহান আলী থানার এ এস আই আঃ আলীম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।কেন ফাঁস দিয়েছেন তা জানাতে পারেননি নিহতের স্বজনরা।