
জন্মভূমি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতাসীন সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কানাডায় বেগম পাড়া বানিয়েছে। লুটপাট করে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পাকিস্তানি শোষকদের চেয়ে ভয়ংকর রূপ ধারণ করা এই সরকার ভালোভাবেই জানে, জনগণের ভোটে তারা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না।
তাই ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন রকম ফন্দিফিকির আঁটছে। কিন্তু জনগণ এবার জেগে উঠেছে। গুলি করে, হত্যা করে, গুম করে জেগে ওঠা জনগণকে দমাতে পারবেন না। জনগণ ভোট চোরদের আর ছেড়ে দেবে না।
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। সংক্ষিপ্ত সমাবেশে শেষে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টন থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।