
জন্মভূমি ডেস্ক : হলিউডে একের পর এক শোকের ছায়া। মাত্র ৩৬ বছরেই না ফেরার দেশে চলে গেলেন ‘দ্য গেম অব থ্রোনস’ অভিনেতা ড্যারেন কেন্ট। তার মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, দীর্ঘদিন তিনি স্বাস্থ্যের সঙ্গে যুদ্ধ করছিলেন। কিন্তু ঠিক কী হয়েছিল, তা জানা যায়নি। খবর দ্য ভ্যারাইটির।
ড্যারেনের ম্যানেজমেন্ট দল কেরি ডড অ্যাসোসিয়েটসি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফেসবুকে ঘোষণা করেছেন যে, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধু ও ক্লায়েন্ট ড্যারেন কেন্ট গত শুক্রবার মারা গেছেন। মৃত্যুর সময় তার পাশে তার বাবা-মা এবং বন্ধুরা ছিলেন। এমন দুঃখজনক পরিস্থিতিতে আমরা তার পরিবারকে জানাই গভীর সমবেদনা।
ড্যারেন শুধুমাত্র একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন না, পাশাপাশি তিনি একজন পরিচালক এবং লেখক ছিলেন। সঙ্গে মানুষ হিসেবেও একজন দয়ালু ব্যক্তি ছিলেন।
কিফার সাদারল্যান্ড অভিনীত ২০০৮ সালের হরর ফিল্ম ‘মিরর’-এর মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করেন হলিউডে। তবে তাকে জনপ্রিয়তা দিয়েছিল, ‘গেম অব থ্রোনস’ সিরিজটি।