
বুলবুল আলম, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে দশটায় জেলা মুক্তিযোদ্ধা কমপেক্সে-র হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মহাসিন উদ্দিনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তব্য রাখেন, গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ সহ জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ ই আগস্ট এর ইতিহাস সকল মুক্তিযোদ্ধাদের মাঝে তুলে ধরেন।