
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত আহবায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশা ও সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর স্বাক্ষরিত উপজেলা আওয়ামী লীগের প্যাডে গত সোমবার সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে চঞ্চল অধিকারীকে আহবায়ক এবং মোল্লা তাহিদুল ইসলামকে সদস্য সচিব ও নিখিল কুমার মল্লিক, আঃ জব্বার শেখকে যুগ্ম আহবায়ক করে মোট ৩৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ঘাটভোগ ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃদাতারা হলেন মোঃ আবুল কালাম আজাদ, রতন মন্ডল, মারুফ মুন্সী, রবিউল ইসলাম শেখ, মাজেদুর রহমান সাজু, মোল্যা ফরহাদ হোসেন, আশিষ বিশ্বাস, মোঃ রেজোয়ান শেখ, শাকিল মোল্যা, উজ্জল শিকদার, আরিফ মোল্যা, টেনিস চিন্তাপাত্র, মাহফুজুর রহমান মানিক, ইখতিয়ার মোল্যা, প্রতাপ পাল, শাহাদুল মোল্যা, শরিফুল ইসলাম সোহাগ, মুরাদ মোল্যা, হাসান আলী, হিরন ফকির, রেজাউল শেখ, তাপস দাস, শাফায়েত, বাদল লস্কর, জাকির মুন্সি, সিরাজুল ইসলাম মন্টু, জনী ফকির, কিশোর ঠাকুর, মোজাহিদুর রহমান, শ্যামল বৈরাগী, প্রকাশ বিশ্বাস, তুষার দাস, শিমুল, উত্তম বিশ্বাস, ভূবন বালা, সজল কান্তি বিশ্বাস, শক্তিপদ বসু, মিজান শেখ, মিন্টু মুন্সী, নওরোজ সমাদ্দার, পবিত্র মহলী, সুব্রত মল্লিক, নাহিদ শেখ, ফারুক শেখ, বাবু শিকদার, হাবিবুর রহমান ফকির, সাদ্দাম সরদার, আবুল কালাম, শুভংকর মন্ডল, মাসুদ শেখ, শিমূল মোল্যা, ফারুক শেখ, ছাত্রলীগ নেতা আজমাইন ইনকিয়াদ, সজীব পাল মোঃ ইনজাম শিকদার, মোঃ উসমান গনি, মোঃ নিজাম সরদার, আকাশ মোল্লা, শুভ্র বিশ্বাস, অমিত পাল, মোঃ সালমান শেখ, রকিবুল ইসলাম রকি, নাঈম শেখ প্রমুখ।