
জন্মভূমি রিপোর্ট : সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনার উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিয়েছেন। সেই বরাদ্দ কাজে লাগিয়ে খুলনায় কর্মযজ্ঞ শুরু হয়েছে। চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে অচিরেই খুলনা মহানগরী আধুনিক নগরীতে পরিণত হবে। সিটি মেয়র শনিবার সকালে নগর ভবন চত্বরে প্রকল্পের সুবিধাভোগী পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের আওতায় এ শিশুখাদ্য বিতরণ করা হচ্ছে।
সিটি মেয়র আরো বলেন, ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে দাতা সংস্থাসহ সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রকল্পটির কার্যক্রম পুনরায় চালু করি। সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় স্বল্প আয়ের পরিবারসমূহ এ প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন। তিনি প্রকল্পের নিয়ম মেনে যথাযথভাবে কাজ করার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় ইতোমধ্যে মহানগরীর ৩১টি ওয়ার্ডের প্রায় ২৯৬টি বসতিতে শিক্ষা ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় সহায়তা প্রদানের পাশাপাশি ২৮৫টি সিডিসি/বসতিতে অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত ০ থেকে ৬ মাস বয়সী ১ হাজার ৬৫ জন শিশু ও ৭ থেকে ১৮ মাস বয়সী ৫শ’ ৮৫ জন শিশুকে অর্থাৎ সর্বমোট ১৬৫০টি সুবিধাভোগী পরিবারকে পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পরিবার প্রতি পুষ্টিকর খাবারের মধ্যে রয়েছে ৩০টি ডিম, এক লিটার তেল ও এক কেজি মুশরের ডাল এবং খাদ্য সামগ্রী ক্রয়ে পরিবার প্রতি মাসিক ৬৮০ টাকা হারে সর্বমোট ৬০ লক্ষ ২৬ হাজার ৪৮৮ টাকা ব্যয় হবে। আগামী ৫ মাস এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র সদর থানা এলাকার ৯টি ওয়ার্ডের ৪শ’ ৫২টি সুবিধাভোগী পরিবারের মাঝে শিশুখাদ্য সহায়তা প্রদান করেন। আগামী দু’এক দিনের মধ্যে পর্যায়ক্রমে অবশিষ্ট ২২টি ওয়ার্ডের সুবিধাভোগী পরিবারকে পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।
কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাজী আবুল কালাম আজাদ বিকু, ফকির মো: সাইফুল ইসলাম, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর, মাহমুদা খাতুন, মাজেদা বেগম, রেকসনা কালাম লিলি, প্রকল্পের সদস্য সচিব চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ সিডিসি নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
বিকেলে সিটি মেয়র ২৫নং ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে নগরীর ২৪, ২৫ ও ২৬নং ওয়ার্ডের ১শ’ ৩৬টি সুবিধাভোগী পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করেন। প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: গোলাম মাওলা শানু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা খাতুন, মাজেদা খাতুন, প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ সিডিসি নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।