
পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুনছুর আলী গাজী। সোমবার বিকেলে চাঁদখালী ইউনিয়নের প্রত্যেক পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং শারদীয়া উৎসবে ভক্তবৃন্দের সাথে কুশোল বিনিময় করেন। এসময়ে প্রতিটি মন্দিরের সভাপতি ও সেক্রেটারির নিকট নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন মুনসুর আলী গাজী। পরিদর্শন কালে সফর সঙ্গী ছিলেন, আওয়ামীলীগ নেতা শেখ গোলাম রাব্বানী, মো.আব্দুল গফুর সরদার, যুবলীগ নেতা আব্দুল বারিক গাজী, আশরাফুল ইসলাম পিন্টু, আবুল সরদার, রফিকুজ্জামান (মিনু), মনিরুল ইসলাম, মন্টু গাইন, জবেদ আলী, মোজাফফর হোসেন, আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা শাহিন আলম, দূর্জয় কুমার মন্ডল, মো.জিয়াউর রহমান জিয়া, কাজল হোসেন, মুজিবুর রহমান সরদার দলীয় নেতা কর্মীরা।