
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২জানুয়ারী সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।এসময়ে ৬জন প্রতি বন্ধিকে হুইল চেয়ার প্রদান করা হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। সহকারী সমাজ সেবা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। এসময়ে আরো উপস্থিত ছিলেন, ওসি মোঃ ইকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তর প্রধান, সূধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।

