ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে পুলিশ দুই ইউনিয়ন পরিষদের সদস্যসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় একটি জিআর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. এলাহী শেখ (৫০), হিজলা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. নাইম খাঁ (৪০), শিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুল মোল্লা (৫০), কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হারান চন্দ্র সরকার (৫৫), শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাজেন্দ্র নাথ বাইন (৭২), শিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমূল্য কুমার মন্ডল ওরফে পাগল (৬০) ও সন্তোষপুর ইউনিয়ন ছাত্রলীগের ৯ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মো. জাকির গাজী (২৩)।
মো. এলাহী শেখ শিবপুর হিন্দুপাড়া গ্রামের মৃত নওয়াব আলী শেখের ছেলে, মো. নাইম খাঁ হিজলা দক্ষিণপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী খাঁর ছেলে, এনামুল মোল্লা কলিগাতী গ্রামের তারিফ মোল্লার ছেলে, হারান চন্দ্র সরকার গোড়ানালুয়া গ্রামের মৃত সুমন্ত কুমার সরকারের ছেলে, রাজেন্দ্র নাথ বাইন বড়বাক গ্রামের বাবু রাম বাইনের ছেলে, অমূল্য কুমার মন্ডল বড়বাক গ্রামের মহাজন মন্ডলের ছেলে ও মো. জাকির গাজী কচুড়িয়া গ্রামের আ. জলিলের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের এসব নেতাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার একটি জিআর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারীতে দুই ইউপি সদস্যসহ গ্রেফতার ৭

Leave a comment