চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে পানি সরবরাহের আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প হস্তান্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বারাশিয়া সরকারি পুকুর হতে ৫ কিঃমিঃ পাইপলাইনের মাধ্যমে পানিসরবরাহ প্রকল্প হস্তান্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠান গত ২৯ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। উক্ত অনুষ্ঠানের বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)চিতলমারী বাগেরহাট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট জয়ন্ত মল্লিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা শেখ আজমল হোসেন, চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।
চিতলমারীতে পানি সরবরাহ প্রকল্প হস্তান্তর
Leave a comment