জন্মভূমি রিপোর্ট : চুয়াডাঙ্গায় মাকে হত্যার ঘটনায় ছেলে মুকুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ড সাজা প্রাপ্ত মুকুল হোসেন (২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পিরোজখালি গ্রামের আহসান হাবিব ওরফে আসান আলির ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পিরোজখালি গ্রামের জবেদা খাতুনের সঙ্গে ছেলে মুকুল হোসেনের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন কলহ চলছিল। এরই জের ধরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে ধারালো অস্ত্র দিয়ে জবেদা খাতুনকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই আলাউদ্দিন বাদী হয়ে মুকুল হোসেনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মুকুল হোসেনকে গ্রেপ্তার করে।
চুয়াডাঙ্গা সদর থানার সাব-ইন্সপেক্টর হাসানুজ্জামান ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুকুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২১ জন সাক্ষীর মধ্য ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কোর্ট হাজতে নেওয়া হয়েছে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড, বেলাল হোসেন বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। খুব দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন হয়েছে। এ ধরনের সাজা হলে সমাজে অপরাধ কর্মকাণ্ড কমে আসবে।