জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার ২টি সংসদীয় আসনের ২০জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
হলফনামায় তথ্য গোপন, ঋণ খেলাপি, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় ত্রুটি, ইউটিলিটি বিল বকেয়াসহ নানা ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।
চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির কাছে দু’টি আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ায় তাদের মনোননয়ন বাতিল করা হয়।
চুয়াডাঙ্গা ১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে- স্বতন্ত্র প্রার্থী মহিলা আ.লীগ নেত্রী আফরোজা পারভীন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন, তৃণমূল বিএনপি নেতা তাইজাল হক।
চুয়াডাঙ্গা ২ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে- স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মীর্জ শাহরিয়ার মাহমুদ, আওয়ামী লীগ নেতা ও সকালের সময়ের সম্পাদক নুর হাকিম, স্বতন্ত্র আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ প্রার্থী দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ্ ।
চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির কাছে চুয়াডাঙ্গা-১ আসনে ৩ জন, ও চুয়াডাঙ্গা-২ আসনে ৪ জন, এই দু’টি আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ায় তাদের মনোননয়ন বাতিল করা হয়।