চুলকাটি প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের মাসিক ও মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উৎযাপন উপলক্ষে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেস ক্লাব কার্যালয়ে রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল। সাধারন সম্পাদক আরিফ ঢালীর সঞ্চালনায় আলোচনা করেন সহ-সভাপতি মাহফুজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, কার্যনির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান মিজান, মিজানুর রহমান মিঠু অর্থ সম্পাদক অমিতকর বিলাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরান, জাকারিয়া শাওন, রিয়াদ মোড়ল, মেহেদী হাসান, সাকিব হাসান জনি, মুরাদ শেখ, রেজওয়ান মাহমুদ শৈশব প্রমুখ। সভায় ৫৪ তম মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উৎযাপন উপলক্ষে ও প্রেসক্লাবের সার্বিক বিভিন্ন উন্নয়ন মূলক বিষয় ও গঠনতন্ত্র সংশোধন এর বিষয়ে আলোচনা করা হয়।