চুলকাটি অফিস : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে সৈয়দপুর তরুণ সংঘের উদ্যোগে সৈয়দপুর স্কুল মাঠে ১৬দলীয় নাইট শর্ট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় তম আসরের আয়োজনের মধ্যে দিয়ে একদিনে সমপণী হয়েছে। খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে বিকাল ৫টা থেকে উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে রাত ৪টা পর্যন্ত খেলা বিরতিহীনভাবে চলে। খেলায় ২টি দল ফাইনালের যোগ্যতা অর্জন করে। খুলনা মলিন স্মৃতি-১ চ্যাম্পিয়ন ও খুলনা মলিন স্মৃতি-২ রার্নাসআপ হয়। সৈয়দপুর তরুণ সংঘের উদ্যোগে এবারের স্লোগান ছিল মাদক মুক্ত সমাজ গঠনে পড়াশুনার পাশাপশি খেলাধুলার কোন বিকল্প নেই, খেলাধুলা সকল প্রকার অন্যায় ও মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে সৈয়দপুর তরুন সংঘ এই খেলার আয়োজন করেছে। সৈয়দপুর তরুণ সংঘ ২০০৬ সাল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও সেবামূলক কাজে অংশগ্রহন করে আসছে। এছাড়া বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ, শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সৈয়দপুর প্রিমিয়ার লীগসহ খেলাধুলার আয়োজন করে সৈয়দপুর তরুণ সংঘ সংস্থাটি।
নাইট শর্ট ফুটবল টুর্নামেন্ট খেলাটি সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, মোঃ সাগর ফারাজী, সৈয়দপুর তরুণ সংঘের আয়োজক কমিটি কর্মকর্তারা হলেন, মোঃ তারেক ফারাজী, তুষার বোষ, মোঃ আলমগীর ফারাজী, মোঃ বশির উদ্দিন (শুভ), শাইদুল বিশ^াষ,শামীম ফকির, মমিনুর ইসলাম, সাংবাদিক শেখ আসাদুজ্জামান সোবহান, সদস্য মোঃ তহিদ মোল্লা, মোঃ তানভীর সিদ্দিকী, আল আমিন শেখ, নোমান বিশ^াষ, শাহীন শেখ প্রমুখ।