
যশোর অফিস : যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের নবাগত যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন ফেসবুকে বিদায়সহ দুটি স্ট্যাটাস লেখার পর অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি আত্মহত্যার চেষ্টা না অসুস্থতা তা নিয়ে চলছে আলোচনা। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশংকামুক্ত।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, রোববার দুপুরে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের নবাগত যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হলো ভালো থাকুক প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ থেকে বিদায় নিচ্ছি ছাত্র রাজনীতি থেকে। আমি চৌগাছার সকল নেতা-কর্মীদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। অতীতে আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন। এটাই হয়তো আমার জীবনের শেষ পোষ্ট। ভালো থাকুক সকলেই। এই স্ট্যাটাসের পরপরই তিনি মাত্র একটি শব্দ দিয়ে আরো একটি স্ট্যাটাস দেন। সেটি হলো ‘বিদায়’। দুটি স্ট্যাটাসের কমেন্ট বক্সে নানা মন্তব্য করেন অনেকে।
ছাত্রলীগের একাধিক নেতা জানান, ফেসবুকের মাধ্যমে দুটি স্ট্যাটাস পাওয়ার পরপরই আমরা তাকে খুঁজতে থাকি। তার ফোনে বারংবার ফোন দেয়া হলেও রিসিভ করা হয়নি। এ অবস্থায় সহকর্মীরা বিভিন্ন স্থানে ছাত্রলীগ নেতাকে খোঁজখবর নিতে থাকে। তারপরও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। একপর্যায় তারা জানতে পারে চৌগাছা সরকারি কলেজের একটি কক্ষে অচেতন অবস্থায় রয়েছে ফিরোজ হোসেন। এই খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের নবাগত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দ্রুত ছুটে যান এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।