
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় রুপালী রানী দাস (৪৫) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার কয়ারপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত রুপালী দাস কার্ত্তক দাসের স্ত্রী। পরিবারের সুত্রে জানা যায়, রুপালী রানী দাস ও তার স্বামী কার্ত্তক দাস ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। সন্ধ্যা সময় বাড়ির পাশে মফেজ ধনীর পুকুরে গোসল করতে গিয়েছিল। পার্শ্ববর্তী লোকজন দেখে যে রূপালী রানী দাস পানির উপর মৃত অবস্থায় ভাসমান রয়েছে। সবাই তখন উদ্ধার করে বাড়িতে আনে।
এ বিষয় স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, কয়ারপাড়া দাস পাড়ায় আনুমানিক সন্ধ্যার দিকে পুকুরে পানিতে ডুবে রুপালী দাসের মৃত্যু হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম বলেন, শুনেছি কোয়ারপাড়া দাস পাড়ায় রুপালী রানী দাস নামে এক মহিলা পানিতে ডুবে মারা গেছে।