
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদনের দুই মাসের মধ্যেই চমক সৃষ্টি করলো উপজেলা ছাত্রলীগের একাংশ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে দূর্বার গতিতে ছুটে চলা ছাত্র সংগঠনটি যে সাংগঠনিক শক্তিতে অদ্বিতীয় সেটিই প্রমান করতে চায় উপজেলা ছাত্রলীগ। যে সংগঠনে অছাত্র, মাদকাসক্ত, সন্ত্রাসীদের বাদ দিয়ে শুধুমাত্র ছাত্রদের প্রাধান্য থাকবে সেই ছাত্রলীগই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চায় নেতৃবৃন্দ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করিম, হাসান রেজা, ফিরোজ হোসেন, শফিউর রহমান রাথিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুক্রবার সুখপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত কর্মীসভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর হোসেনের সভাপতিত্বে সাধারন সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। প্রধান বক্তা ছিলেন সোলাইমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল হাকিম। রাজু আহমেদ, হাসেম আলী, আশিকুজ্জামান রিংকু, মিকাইল ইসলাম এবং সৌরভ রহমান বিপুল বক্তব্য রাখেন।
এছাড়া হযরত আলী, নয়ন মৃধা, আবিদুজ্জামান জিসান, সানজিদ কবির, জয়ন্ত কুমার, জিহাদ হোসেন, নিরব হোসেন আকরাম, ইশতিয়াক আহমেদ অমি, আশিকুর রহমান জনি, রাজন আহমেদ, রাশেদ হাসান, কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।