বিজ্ঞপ্তি : সরকারি ব্রজলাল কলেজে ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ক শ্যামসুন্দর মণ্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে ছাত্র মৈত্রী বিএল কলেজ শাখা এক প্রতিবাদ মিছিল করে। উক্ত মিছিলটি কলেজ প্রদক্ষিণ করে মৈত্রী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র মণ্ডল, বিএল কলেজের আহবায়ক শুভংকর সানা, ইন্দ্রজিৎ মণ্ডল, মেজবাহ, জাহিদ, গৌরাঙ্গ মন্ডল, তাপস, ব্রজমোহন, নিত্যানন্দ, চন্দন, তন্নয় পাল, সাগর পাল, কৌশিক প্রমুখ নেতৃবৃন্দ। এ সময়ে বক্তারা ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসী গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।