
জন্মভূমি রিপোর্ট : দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবির বালুকে চরমপন্থী দল জনযুদ্ধের সশস্ত্র সন্ত্রাসীরা হত্যা করে। খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহা হত্যার প্রতিবাদ ও বিচার চাওয়ায় তিনি খুন হন। এ হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিত। ২৭ জুন ২০০৪ সালে তিনি খুন হন। এদিকে আজ ২৭ জুন হুমায়ূন কবীর বালু’র শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, দৈনিক জন্মভূমি ও পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো ২০২১ সালের ১৮ জানুয়ারি এ মামলার বিস্ফোরক অংশের রায় দেন। রায়ের পর্যবেক্ষণে তিনি উল্লেখ করেন, জনযুদ্ধই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। বিস্ফোরক অংশের রায়ে জাহিদ গাজী, খোঁড়া নজরুল, স্বাধীন, মাসুম ওরফে জাহাঙ্গীর (পলাতক) ও সাদিকুর রহমান রিপনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা হয়। মামলার রায়ের পূর্বেই নিষিদ্ধ ঘোষিত জনযুদ্ধের প্রধান আ. রশিদ মালিথা ওরফে তপন ক্রস ফায়ারে নিহত হয়। এর আগে অপর একটি আদালতে হত্যা মামলার রায়ে ৬ জন আসামী বেকসুর খালাস পায়।
হুমায়ূন কবীর বালু সাংবাদিকতার জীবনে খুলনা প্রেস ক্লাব পুনর্গঠনে ১৯৮৩-৮৪ সালে প্রথম সাধারণ সম্পাদক, ১৯৮৪-৮৫, ১৯৯৮-৯৯, ২০০৩-২০০৪ সালে প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন। ২০০৯ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে সাংবাদিকদের সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি বলিষ্ঠ সংগঠক ছিলেন।