জন্মভূমি রিপোর্ট
দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার এম সাইফুল ইসলামের ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল চুরি হয়েছে। বুধবার সকাল ৯টায় নগরীর মৌলভিপাড়া টিবি বাউন্ডারী রোডস্থ বাসা থেকে তার মোবাইলটি চুরি হয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, তার ব্যবহৃত বিভো ওয়াই-১৫ এস মডেলের এন্ড্রয়েড মোবাইলটি বাসা থেকে চুরি হয়ে যায়। মোবাইলটির আইএমই নং-৮৬২৪৮৭০৫৩২২৪৩৬২।
সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, সাংবাদিকের মোবাইল চুরির ঘটনায় একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি খুব দ্রুত মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হবো।