
জাকাতের অভাবে সামাজিক অবক্ষয় বাড়ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশে জাকাত সঠিকভাবে আদায় ও বণ্টন না হওয়ার কারণে দারিদ্র্য, বৈষম্যসহ নানা সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এমনকি অনেক মানুষ বাধ্য হয়ে অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক পেশা বেছে নিতে হচ্ছে, যা সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম যাকাত ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশে যৌনকর্মকে পেশা হিসেবে নেওয়ার ঘটনা সামাজিক অবক্ষয়ের একটি বড় উদাহরণ। জাকাত যদি সঠিকভাবে আদায় ও প্রাতিষ্ঠানিকভাবে বণ্টন করা হতো, তাহলে কাউকে এ ধরনের পেশা বেছে নিতে হতো না। জাকাত শুধু ধর্মীয় বিধান নয়, এটি একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা।
তিনি বলেন, জাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইসলামের ইতিহাসে প্রায় এক হাজার বছর রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হতো। কিন্তু মুঘল ও ব্রিটিশ শাসনামলে এসে তা ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে জাকাতের সামাজিক প্রভাব ও কার্যকারিতা অনেকটাই কমে গেছে।
জাকাত না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে আ ফ ম খালিদ হোসেন বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেন না, তাদের ঈমান নিয়ে প্রশ্ন রয়েছে। জাকাত কোনো দান বা দয়া নয়, এটি গরিবের ন্যায্য অধিকার। অথচ আমাদের সমাজে অনেক ধনী ব্যক্তি এই ফরজ আদায়ে অবহেলা করেন। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান বিশ্ব গভীর এক দার্শনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটের তিনটি দিক রয়েছে—গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার পথ এবং লক্ষ্য অর্জনের উপকরণ। কোথায় যেতে চাই এবং কীভাবে যেতে চাই, তা নিয়ে আজ বিশ্বব্যাপী অনিশ্চয়তা বিরাজ করছে।

