
বিজ্ঞপ্তি : জাতীয় কবিতা পরিষদ খুলনার এক মত বিনিময় সভা সোমবার বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় নান্দিক একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি শেখ অলিউর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলীর সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিষদ সদস্য কবি এস এম হুসাইন বিল্লাহ। সভার শুরুতেই ২০২৪-২০২৫ মেয়াদের নতুন কমিটি গঠন হওয়ায় পরিষদের সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগামী ২৯ জানুয়ারি নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি জেসমিন জামান, এল কে টফি, রেবেকা সুলতানা, পরিমল মল্লিক, অরবিন্দ মৃধা, সুব্রত দত্ত, ডাঃ এসকে সাহা, মেহেরাবুল ইসলাম, মোঃ জামিল আহম্মেদ, দিপংকর মুখার্জী ও মুন্নী ইসলাম।