বিজ্ঞপ্তি : জাতীয় কৃষক সমিতি বাগেরহাট জেলা শাখার সম্মেলন গত শুক্রবার বিকেল ৪টায় জেলার ফকিরহাট উপজেলার সাধুর বটতলা আনসার ভিডিপি ক্লাবে জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক দিপংকর সাহা দিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এড. মহিউদ্দিন শেখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যতদিন খোদ কৃষকের হাতে ভেজালমুক্ত বীজ, সার, কীটনাশক বিনামূল্যে না দেয়া হবে ততদিন কৃষকের ও বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি বলেন, তথাকথিত উন্নয়নের নামে ফসলি জমি নষ্ট না করে খোদ কৃষকের হাতে জমি দিতে হবে। প্রধান অতিথি আরও বলেন, সারা দেশে অবিলম্বে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করে গরীব মধ্যবিত্ত মেহনতী মানুষকে খাদ্য সংকট থেকে বাঁচাতে হবে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম খান, কৃষকনেতা ফারুক আহমেদ খলিফা, কাজী আব্দুল আলী, মিলন মণ্ডল, এস এম আলী আকবর, নীরেন অধিকারী, হারুন গাজী, সুবর্ণ হালদার, নিমাই শীল, সীমা মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা প্রতিনিধিবৃন্দ।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদকে সভাপতি, আবুল কালাম খানকে সাধারণ সম্পাদক ও হারুন গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা কৃষক সমিতি গঠিত হয়।