জন্মভূমি রিপোর্টার : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ২১হাজার টাকা জরিমানা আদায় করেন। শনিবার সকাল সাড়ে ১০টায় এই অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানান, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব-এর নেতৃত্বে নগরীর মিরেরডাঙ্গা, গিলাতলা দক্ষিণপাড়া ও শিরোমণি বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোংরা পরিবেশে এবং অস্বাস্থ্যকর উপায়ে লাচ্ছা সেমাই উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজ মিশ্রণসহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে
ইয়াদুল লাচ্ছা সেমাই ১০টাকা, এ.টি.কে ফুড ১০টাকা এবং মোহাম্মদ হোটেলকে ১হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি মুরগি ও মাংসের বাজারে তদারকিকালে ক্রয় রশিদ যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়।