ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট বিশ্বে সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের আগামী আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এর আগেই আইপিএলের আসর শুরুর সময় জানিয়েছে কর্তৃপক্ষ।
ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেয়া এক ইমেইলে আসর শুরুর সময় জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। শুধু আগামী আইপিএলই নয়, এরপরের দুই আসর শুরুর সময়ও এখনই জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে সমন্বয় করতেই আগেভাগেই আগামী তিন আইপিএল শুরুর সময় জানিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কখনোই তিন বছরের আইপিএলের দিনক্ষণ এক সঙ্গে ঘোষণা করা হয়নি।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ আইপিএল শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আগামী আইপিএলে ম্যাচ হবে মোট ৭৪টি, ৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলে। আর ২০২৬ আইপিএল শুরু হবে ১৫ মার্চ, শেষ হবে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল ১৪ মার্চ শুরু হয়ে ৩০ মে শেষ হবে, সেবারের আইপিএলে ম্যাচ আরও ১০টি বেড়ে হবে ৯৪টি।
একই সঙ্গে আগামী তিন বছর আইপিএলে যেসব বিদেশী ক্রিকেটার খেলবেন তাও ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেয়া হয়েছে। যেসব দেশের ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন তাদের তালিকা দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
২০২৫ আইপিএলের মেগা নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার। এসব ক্রিকেটারকে আগামী তিন বছরের আসরের বিভিন্ন সময়ে পাওয়া যাবে। সে ১৩ জনের নাম তালিকায় পাঠানো হয়েছে তারা হলেন, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান।