
বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে জেলার আওতাধীন সকল উপজেলা ও ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় পাওয়ার হাউজ মোড়স্থ জেলা কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৭ নভেম্বর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের উপস্থিতিতে সদস্য সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

