
বিজ্ঞপ্তি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মহানগর শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় মহাসচিব কেএম শহিদ উল্যার নির্দেশনা অনুযায়ী সংগঠনের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং আগামী ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস সরকারি কর্মসূচির সাথে উদযাপনের বিষয়ে আলোকপাত করা হয়। এ সময় জেলা প্রশাসক ইয়াসিন আরেফিন শেখ রাসেল দিবসের কর্মসূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে নেতৃবৃন্দকে জানান। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের মহানগর সভাপতি এস এম নূর হাসান জনি, সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল, বাইতুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ।