
বিজ্ঞপ্তি : জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি তাছলিমা বেগমের পুত্র নূর মোহাম্মাদ শেখ রিপন বুধবার সকাল ৬টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সহ-সভাপতি তাছলিমা বেগমের পুত্রের অকাল মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সৈয়দ তারিকুল ইসলাম, মুন্সী সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, এস এম আসাদুজ্জামান আসাদ, এস এম ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, মোঃ শাহীন আহমেদ, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, শেখ মোঃ মারুফ, মোঃ ফারুক হাসান, সবুজ খান, ওমর আলী, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ সোহাগ হাওলাদার, শেখ আব্দুল সাত্তার, শফিকুল ইসলাম লিটু, মোঃ হায়দার আলী খান, বোরহান হাওলাদার, সাইফুদ্দিন রিতাসহ জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।