
ডেস্ক রিপোর্ট : দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন চন্দ্র দাস হত্যার বিচার ও সব ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা সনাতনী ঐক্যমোর্চা।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনের নেতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন, বিপ্লব কুমার দে, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, সদস্যসচিব অরুণ কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্যসচিব সমীর কুমার হালদার প্রমুখ।
বক্তারা দেশে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে উল্লেখ করে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান।

