
তালা প্রতিনিধি : সোমবার সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকোর আর্থিক সহাতায় প্রকল্পের আওতায় দায়িত্ব বাহক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং নিয়োগ কর্তাদের সাথে শিশুদের কথা শোনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, থানার এস আই মোঃ মোমরেজ আলী এবং বুড়িগোয়ালিনি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড মেম্বর ও গাবুরা ইউনিয়নের ইউপি সচিববৃন্দসহ কাশিমাড়ী,বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ৪টি ব্রিজ স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও চাকরিদাতাগণ।