
বেনাপোল প্রতিনিধি : পবিত্র শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের টানা পাঁচদিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। তবে উপস্থিতি অন্য দিনের চেয়ে অনেক কম। বন্দরে পণ্য লোডের চেয়ে ভারতীয় ট্রাকের পণ্য আনলোডের সংখ্যা বেশি।
বন্দর সূত্রে জানা গেছে, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের গুরুত্ব বেশি। ফলে সকাল থেকে কাজে যোগ দিয়েছে বন্দর সংশ্লিষ্টরা। দুপুর ১২টা পর্যন্ত ভারত থেকে ৮৫ ট্রাক পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করে। আর ভারতে রপ্তানি হয়েছে ৬০ ট্রাক পণ্য।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজদেুর রহমান বলেন, টানা পাঁচ দিনের ছুটির পর সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলছে। বন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হবে রোববার থেকে। কারণ এখনো ঢাকার অনেক আমদানিকারক ঈদের ছুটিতে গ্রামের বাড়ি থেকে ফেরেননি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, ঈদের ছুটির পর দু-দেশের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দরে পণ্য ওঠানামা করছে। ছুটির ক্ষতি পুষিয়ে নিতে রাতদিন বন্দরে কাজ চলবে।

