
বিজ্ঞপ্তি : খুলনা বিভাগ ট্রাক শ্রমিক ইউনিয়ন আয়োজিত বার্ষিক সাধারণ সভা বুধবার বেলা ১১টায় নিজস্ব অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের নির্বাচিত সভাপতি মোঃ সেলিম হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, মুন্সি মাহবুব আলম সোহাগ, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, বাবু রনজিত কুমার ঘোষ রনো। অন্যান্যদের মধ্যে ইউনিয়নের ২০২২ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন ইউনিয়নের কোষাধ্যক্ষ কাজী হুমায়ুন কবীর। সার্বিক সঞ্চালনা করেন ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ বাবুল খলিফা। এছাড়া ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আলোচনায় অংশ নেন।